spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ডেস্ক রিপোর্ট

সর্বশেষ

১২ দিন পর মাইলস্টোন কলেজ খুলছে আজ

বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার ১২ দিন পর আজ রবিবার (৩ আগস্ট) খুলছে রাজধানীর উত্তরা এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। তবে পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠান চালু হলেও আজ কোনো নিয়মিত ক্লাস বা পরীক্ষা হবে না। দিনের শুরুতে নিহতদের স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জানান, সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত স্মরণসভা চলবে। সেখানে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং আহতদের সুস্থতা কামনা করা হবে। শিক্ষার্থী, শিক্ষক ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এ আয়োজনে অংশ নেবেন।

উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন কলেজের ভবনে বিধ্বস্ত হলে অগ্নিকাণ্ডে ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটে। প্রথমে ২০ জন নিহতের খবর পাওয়া গেলেও পরবর্তীতে মৃতের সংখ্যা বেড়ে ৩৪-এ পৌঁছায়। নিহতদের মধ্যে অধিকাংশই ছিল শিশু শিক্ষার্থী।

ঘটনার পর কলেজ বন্ধ ঘোষণা করা হয় এবং রাষ্ট্রীয়ভাবে শোক পালিত হয়। ২৭ জুলাই কলেজ খোলার সিদ্ধান্ত থাকলেও শিক্ষার্থীদের মানসিক অবস্থা বিবেচনায় ছুটি বাড়ানো হয়।

শিক্ষকদের বরাতে জানা যায়, বিমান বিধ্বস্তের সময় সহকারী শিক্ষক মাসুকা বেগম আহত অবস্থায় প্রাণ দিতে পারতেন, কিন্তু তিনি শিক্ষার্থীদের ফেলে রেখে যাননি। তাঁর শরীরের ৮৫ শতাংশ পুড়ে যায় এবং পরে মৃত্যুবরণ করেন। আজকের অনুষ্ঠানে তাঁর আত্মত্যাগকেও বিশেষভাবে স্মরণ করা হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানসিক সহায়তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ কাউন্সেলিং সেশনসহ নানা সহায়তা কার্যক্রম চালু থাকবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss