spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

সেনাপ্রধানের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার

সেনাবাহিনী প্রধানের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ফেসবুক আইডি খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বুধবার (১৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, সম্প্রতি সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার–উজ–জামানের নামে একাধিক ভুয়া প্রোফাইল খোলা হয়েছে। এসব প্রোফাইল থেকে নানা বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনী প্রধানের নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল বা অন্যকোনো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত অ্যাকাউন্ট নেই, ভবিষ্যতেও এ ধরনের অ্যাকাউন্ট খোলার পরিকল্পনা নেই।

এমতাবস্থায়, জনসাধারণ ও গণমাধ্যমকে এসব ভুয়া অ্যাকাউন্টের তথ্য দ্বারা বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে আইএসপিআর। এ ধরনের বিভ্রান্তিমূলক কার্যক্রমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

চস/ম

Latest Posts

spot_imgspot_img

Don't Miss