spot_img

২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ডেস্ক রিপোর্ট

সর্বশেষ

সিলেটে উৎমাছড়া পর্যটনকেন্দ্রের দুই লাখ ঘনফুট পাথর উদ্ধার

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমাছড়া সীমান্ত এলাকা থেকে লুট করা প্রায় ২ লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৯ আগস্ট) ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হকের নেতৃত্বে উৎমা বিওপির একটি বিশেষ টহলদল কোম্পানীগঞ্জের আদর্শগ্রামে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ মজুদকৃত পাথর উদ্ধার হয়।

বিজিবি সূত্র জানায়, উৎমাছড়া প্রাকৃতিকভাবে বালু ও পাথরে সমৃদ্ধ এলাকা এবং এটি জনপ্রিয় একটি পর্যটন স্পট। দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু অসাধু চক্র অবৈধভাবে ওই এলাকা থেকে পাথর উত্তোলন করে আদর্শপাড়া গ্রামের বিভিন্নস্থানে পাচারের উদ্দেশ্যে মজুদ করে আসছিল। তবে সীমান্ত এলাকায় বিজিবির কড়া নজরদারি, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা এবং চক্রগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে লুট করা পাথর দেশের বিভিন্নস্থানে পাচার করতে পারেনি।

বিজিবি আরও জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত পাথরের পরিমাণ প্রায় ২ লাখ ঘনফুট। পরবর্তীতে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরীর নেতৃত্বে স্থানীয় প্রশাসন, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে পাথরের সঠিক পরিমাপ ও আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ চলছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss