spot_img

১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

প্রধান উপদেষ্টার নেতৃত্বে স্বাক্ষরিত হলো জুলাই সনদ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে স্বাক্ষরিত হলো জুলাই জাতীয় সনদ-২০২৫। আজ (শুক্রবার, ১৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে সনদে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা ও দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলের নেতারা।

এর আগে বিকেল সাড়ে ৪টায় ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বিকেল ৪টা ৩৭ মিনিটে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান। এতে উপস্থিত আছেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অনুষ্ঠানে যোগ দেয় নি।

স্বাক্ষর শেষে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের জন্য আজ নবজন্ম, এ স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হলো।’

তিনি বলেন, ‘জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হলো। সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে। বাংলাদেশের আনাচে কানাচে যে তরুণরা জুলাইয়ে জীবন দিয়েছে সেই তরুণরাই নতুন বাংলাদেশ গড়বে, আমাদের পথ দেখাবে।’

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘জুলাই সনদের মাধ্যমে বর্বরতা থেকে সভ্যতায় আসলাম। আমরা নিয়ম মাফিক চলার জন্য এ স্বাক্ষর। জুলাই সনদ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে।।’

তিনি আরও বলেন, ‘মাতারবাড়ি সমুদ্র বন্দরকে আধুনিকায়ন করলে বাংলাদেশ নতুন সিঙ্গাপুরে পরিণত হবে। নেপাল-ভুটানে সেভেন সিস্টারে অর্থনৈতিক সম্পর্ক তৈরি হবে।’

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss