spot_img

২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনায় রাজশাহী বিভাগে  আক্রান্তের সংখ্যা বেড়ে ১৮৫২

রাজশাহী বিভাগে আরও ১২২ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ৮৫২ জনে দাঁড়িয়েছে। এছাড়া করোনায় প্রাণ গেছে আরও একজনের।

বুধবার সকালে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য জানান, মঙ্গলবার রাজশাহী বিভাগে ১২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭৭ জনই বগুড়া জেলার বাসিন্দা। এছাড়া সিরাজগঞ্জে ১৬ জন, রাজশাহীতে ১০ জন, নাটোরে ১ জন, পাবনায় ১৩, চাঁপাইনবাবগঞ্জ ১ জন এবং নওগাঁয় ৪ জন রয়েছেন নতুন আক্রান্তের তালিকায়। নতুন করোনা সংক্রমণ ধরা পড়েনি শুধু জয়পুরহাটে।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুধু নওগাঁ জেলায় একজন মারা গেছেন। এই সময়ের মধ্যে করোনা জয় করেছেন চাঁপাইনবাবগঞ্জে ৫ জন, বগুড়ায় ৭ জন এবং নওগাঁয় ৩ জন। এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বগুড়ার ৫ জন এবং জয়পুরহাটের ১ জন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, বিভাগে এ পর্যন্ত সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে বগুড়ায় ৯৫১ জনের। এছাড়া জয়পুরহাটে ২১৪ জন, নওগাঁয় ১৬৩ জন, সিরাজগঞ্জে ১৫৭ জন, পাবনায় ১৪৪ জন, রাজশাহীতে ৯৬ জন, নাটোরে ৬৯ জন এবং চাঁপাইনবাবগঞ্জে ৫৮ জন। এ পর্যন্ত মোট হাসপাতালে গেছেন জয়পুরহাটে সর্বোচ্চ ১৮৬ জন। এছাড়া বগুড়ায় ১২৩ জন, রাজশাহীতে ২২ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮ জন, নওগাঁয় ৭ জন, সিরাজগঞ্জ ও পাবনায় ৩ জন করে। সবচেয়ে বেশি করোনা জয় করেছেন জয়পুরহাটে ১১৫ জন। এছাড়া নওগাঁয় ৯৯ জন, বগুড়ায় ৭০ জন, নাটোরে ৪২ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪২ জন, রাজশাহীতে ২৪ জন, সিরাজগঞ্জে ১৬ জন এবং পাবনায় ৮ জন।

করোনায় বিভাগে সর্বোচ্চ ৮ জনের প্রাণ গেছে বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৩ জন, পাবনায় ৩ জন, নওগাঁয় ৩ জন, সিরাজগঞ্জে ২ জন ও নাটোরে ১ জন। এ পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩৫২ জন। সুস্থ হয়েছে ৪১৩ করোনা রোগী। বিভাগে প্রতিদিনই করোনার সংক্রমণ বাড়ছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss