অতিরিক্ত সিমেন্টবোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে পড়ে বগুড়ার সঙ্গে সারিয়াকান্দি উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
শনিবার (১৮ জুলাই) সকালে বগুড়া-সারিয়াকান্দি সড়কের গাবতলী উপজেলার সাবাসপুর এলাকার বরুঙ্গী বিলের ওপর বেইলি ব্রিজটি ভেঙে পড়ে।
স্থানীয়রা জানায়, ১০ চাকার একটি ট্রাক ৫০ টন সিমেন্ট নিয়ে সারিয়াকান্দি যাচ্ছিল। ট্রাকটি সাবাসপুর বরুঙ্গী বিলে সড়ক ও জনপথ বিভাগের বেইলি ব্রিজ অতিক্রম করার সময় ব্রিজটি ভেঙে পড়ে। ঘটনার পর পরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যান।
বেইলি ব্রিজটি পুরাতন এবং ঝুঁকিপূর্ণ হওয়ায় ৫ টনের অতিরিক্ত পণ্য পরিবহন করা যাবে না মর্মে ব্রিজের উভয় পাশে সাইনবোর্ড দেয়া থাকলেও ৫০ টন সিমেন্ট বোঝাই ট্রাক অতিক্রম করার সময় ব্রিজটি ভেঙে গেছে।
চস/আজহার