spot_img

২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কুমেকে করোনার উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের অভ্যন্তরে স্থাপিত কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরো ৬ জনের মৃত্যু হয়েছে। করোনার উপসর্গ শ্বাসকষ্ট, জ্বর, সর্দি ও কাশি নিয়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী।

হাসপাতালটিতে এখন পর্যন্ত করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৩৩৯ জন।

বর্তমানে এই কোভিড হাসপাতালে ভর্তি আছেন ১৪০ জন। এর মধ্যে ৫২ জন করোনা রোগী। এদের ২৭ জন পুরুষ ও ২৫ জন নারী। আর আইসিইউতে ১৮ জন ভর্তি আছেন।

আরো পড়ুন: সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিচার শুরু

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য জানান।

হাসপাতাল সূত্র জানায়, উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিদের মধ্যে জেলার বুড়িচংয়ের নুরজাহান (৫৫), সদর দক্ষিণের আছিয়া খাতুন (৬৫), বরুড়ার তৈয়ব আলী (৭৯), সদরের চাঁন বানু (৮০), নগরীর উত্তর চর্থার বাবলু মিয়া (৫৮) ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আবুল খায়ের (৬৫) মারা গেছেন।

Latest Posts

spot_imgspot_img

Don't Miss