spot_img

৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মসজিদে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ৮

নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাসের কর্মকর্তা ও কর্মচারীসহ আটজনকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সিআইডির সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, তিতাসের ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, উপব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বি, সহকারী প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার, সহকারী প্রকৌশলী মানিক মিয়া, সিনিয়র সুপারভাইজার মো. মুনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী মো. আইউব আলী, হেলপার মো. হানিফ মিয়া, কর্মচারী মো. ইসমাইল প্রধান।

এর আগে কর্তব্যে অবহেলার অভিযোগে আট কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লায় তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে এশার নামাজের ফরজ আদায় শেষে মুসল্লিরা যখন সুন্নতসহ অন্যান্য নামাজ আদায় করছিলেন সে সময় আচমকা বিস্ফোরণে ৩৭ জন আহত হন। তাদের তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে এনে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হলেও মারা যান ৩১ জন। আহত ৭ জনের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। বাকি দুই জনকে চিকিৎসাসেবা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss