spot_img

৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

এবার নূরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী কোতয়ালী থানায় মামলাটি দায়ের করেছেন।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মামলার বাদী একই অভিযোগে ছয় জনকে আসামি করে লালবাগ থানায় মামলা দায়ের করেছিলেন। কোতয়ালী থানায় দায়ের করা মামলায় নূরসহ ছয় জনকে আসামি করা হয়েছে।’

গতকাল রাত পৌনে ৯টার দিকে নুরুল হক নূরসহ সাত জনকে রাজধানীর মৎস্য ভবন এলাকা থেকে আটক করে পুলিশ। রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বলেছেন, ‘তারা মৎস্য ভবনের সামনের রাস্তা অবরোধ করে এবং পুলিশের কাজে বাধা দেয়। এ কারণে, নূরসহ বাকিদের আটক করা হয়।’

এর এক ঘণ্টা পরে ছেড়েও দেওয়া হয়। তার আগে নূরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা। ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, ‘যেহেতু নূর অসুস্থ তাই চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছিল। অসুস্থতার কারণে তাকে পৌঁছে দেওয়ার জন্যে ডিবির গাড়িতে নিয়ে যাওয়া হয়।’

উল্লেখ্য, নুর সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ছিলেন। ২৮ বছর বাদে ২০১৯ সালে ডাকসু নির্বাচনে তিনি ভিপি নির্বাচিত হন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss