spot_img

২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

পদ্মায় নৌকাডুবি: সন্ধান মেলেনি নিখোঁজ ভাই-বোনের

রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ ভাই-বোনের সন্ধান মেলেনি।

শুক্রবার রাত সাড়ে ১০টা পর্যন্ত নিখোঁজদের উদ্ধার অভিযান চালানো হয়। পরদিন শনিবার সকাল ৮টার দিকে আবার ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে।

এর আগে বিকাল সাড়ে ৫টার দিকে মহানগরীর উপকণ্ঠ রাজপাড়া থানার নবগঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ যে দুজনের পরিচয় মিলেছে, তারা হলেন সাদিয়া ইসলাম সূচনা (২০) ও মো. রিমন (১৪)।

সাদিয়া বাংলাদেশ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অনার্স শেষ সেমিস্টারে শিক্ষার্থী। আর রিমন ঢাকার একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সম্পর্কে তারা খালাতো ভাই-বোন।

সূচনা ঢাকার ধানমন্ডি এলাকায় বসবাস করেন। তিনি পবা উপজেলার খোলাবোনা এলাকায় চাচা রেজাউল ইসলামের বাড়িতে গত মার্চ মাস থেকে আছেন। আর রিমনসহ কয়েকজন গত পরশু ঢাকা থেকে বেড়াতে রাজশাহীতে আসেন বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স রাজশাহীর স্টেশন অফিসার জাকির হোসেন জানান, সকাল ৮টা থেকে উদ্ধার অভিযান ফের শুরু হয়েছে। পদ্মার পানির গতিপ্রকৃতি দেখে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

তাদের ধারণা, ঘটনাস্থল থেকে ২০-২৫ কিলোমিটার দূরে নিখোঁজ দুজনের লাশ ভেসে উঠতে পারে।

আরো পড়ুন: পাবনা-৪ আসন উপ-নির্বাচনে ভোটগ্রহন চলছে

জানা যায়, মহানগরীর হাইটেক পার্ক সংলগ্ন আইবাঁধ থেকে একটি ভাড়া নৌকায় ১৩ জন যাত্রী পদ্মা ভ্রমণের জন্য ওঠেন।

নৌকাটি নবগঙ্গা এলাকায় গেলে ডুবে যায়। নৌকাতে ১৩ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ফায়ার সার্ভিসের ডুবুরি এবং স্থানীয় লোকজন ১১ জনকে জীবিত উদ্ধার করেছেন। তাদের মধ্যে সাদিয়া ইসলাম সূচনা ও মো. রিমন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

চস/সু

Latest Posts

spot_imgspot_img

Don't Miss