রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যান এলাকায় এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। তাঁর রক্তাক্ত লাশ রাস্তার পাশে পড়েছিল।
নিহত ওই ব্যক্তির নাম শিরু মিয়া (৪৫)। তিনি মোহাম্মদপুরের শেখেরটেক এলাকার একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন। তিনি ঠিকাদারি ও বালু সরবরাহের কাজ করতেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত কমিশনার মৃত্যুঞ্জয়ী দে সজল বলেন, ঘটনাটি তারা তদন্ত করছেন। ধারণা করছেন, পূর্ব শত্রুতার জেরে তাঁকে হত্যা করা হয়েছে।
চস/আজহার