spot_img

২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

পদ্মায় মা ইলিশ শিকার, ১৪ জেলে আটক

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় পদ্মায় ইলিশ শিকারের সময় এক লাখ মিটার জাল ও তিন ট্রলারসহ ১৪ জেলেকে আটক করেছে নৌপুলিশ। পদ্মার বিভিন্ন পয়েন্টে তারা ইলিশ শিকারের জন্য জাল ফেলেছিলেন।

বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত এই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ বিষয়ে জেলা মৎস্য অফিসার সুনির মন্ডল জানান, জেলার লৌহজং, টঙ্গীবাড়ি, শ্রীনগর, মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া উপজেলার পদ্মা মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় এই অভিযান চলমান। নিষেধাজ্ঞা অমান্য করে ছেলেরা নদীতে জাল ফেলছে এমন অভিযোগে অভিযান এবং সচেতনতা চলছে।

লৌহজং উপজেলায় জোর অভিযান চললেও অন্য উপজেলাগুলোতে এখনো ঢিলেঢালা অবস্থা বলে জানিয়েছেন স্থানীয়রা। তাই ইলিশ নিধন পুরোপুরি বন্ধ হয়নি।

এদিকে আটক করা এক লাখ মিটার জাল পদ্মাপারে পুড়িয়ে নষ্ট করা হয়েছে। নৌকা তিনটি নিলামের জন্য রাখা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেয়া মুন্সিগঞ্জের মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, আটকদের ভ্রাম্যমাণ আদালতে বিচার করা হবে।

আরো পড়ুন: চট্টগ্রামে বিমান থেকে ১৮ কেজি স্বর্ণ উদ্ধার

এদিকে জেলায় নিবন্ধনকৃত জেলের সংখ্যা প্রায় ১০ হাজার সেখানে ২০ কেজি করে চাল বরাদ্দ হয়েছে প্রায় ৩ হাজার জেলের নামে। তালিকায় ভুলের কারণে বাকি জেলেরা বাদ পড়েছে বলে জেলা মৎস্য অফিসার জানান।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss