প্যারিস অলিম্পিক ২০২৪ শুটিংয়ে তাদের সাফল্য অব্যাহত রেখেছে চীন। দেশটির শ্যুটার শিয়ে ইউ রবিবার (২৮ জুলাই) ছেলেদের ১০ মিটার এয়ার পিস্তল অলিম্পিক স্বর্ণপদক জিতেছেন।
শ্যাটোরোক্সের জাতীয় শ্যুটিং সেন্টারে প্রথম অলিম্পিক অভিষেক হয় ২০২৩ সালের বিশ্বচ্যাম্পিয়ন শিয়ে ইউ’র। আর নিজের প্রথম অলিম্পিক স্বর্ণ জিতে স্মরণীয় করে রাখলেন তিনি। এই ইভেন্টে রুপা ও ব্রোঞ্জের দুটি পদকই জিতেছে ইতালি। রুপা জিতেছেন ফেদেরিকো নিলো মালদিনি আর ব্রোঞ্জ মোন্না পাওলো।
এর আগে, শনিবার শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেল দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছে চীন। ফাইনালে দক্ষিণ কোরিয়ার জিহিউম কিউম-হাজুন পার্ক জুটিকে ১৬-১২ পয়েন্টে হারিয়েছে চীনের লিহাও সেং-ইয়ুতিং হুয়াং জুটি। এরপর এদিনই চীন স্প্রিংবোর্ড ইভেন্টে। এবারের আসরে নিজেদের দ্বিতীয় স্বর্ণ জেতে। ওম্যান্স সিনক্রোনাইজ ৩ মিটার স্প্রিংবোর্ড ইভেন্টে তাদের স্বর্ণপদক এনে দেন ইয়ানি চ্যাং ও ওয়েইন চেন জুটি।
চস/আজহার