spot_img

২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

প্যারিস অলিম্পিকে আজ ১২ স্বর্ণের লড়াই

চলমান প্যারিস অলিম্পিকে আজ (৩০ জুলাই) ১২টি স্বর্ণপদকের লড়াই হবে। বাংলাদেশ সময় দুপুর ১২টা থেকে শুরু হবে এসব লড়াই। চলবে রাত ২টা পর্যন্ত। সবার আগে ট্রায়াথলন পুরুষ ব্যক্তিগত লড়াই হবে।

এরপর দুপুর দেড়টায় শুরু হবে ১০ মিটার এয়ার পিস্তল মিশ্র দলীয় লড়াই। এ ছাড়া টেবিল টেনিস, জিমন্যাস্টিকস, ফেন্সিং ও রাগবি সেভেনসে হবে একটি করে স্বর্ণপদকের লড়াইও আছে।

ট্রায়াথলন
পুরুষ ব্যক্তিগত, দুপুর ১২টা

শুটিং
১০ মিটার এয়ার পিস্তল মিশ্র দলীয়, বেলা ১টা ৩০ মিনিট
ট্র্যাপ পুরুষ দলীয়, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট

টেবিল টেনিস
মিশ্র দ্বৈত ফাইনাল, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট

জুডো
পুরুষ ৮১ কেজি ফাইনাল, রাত ৯টা
মেয়েদের ৬৩ কেজি ফাইনাল, রাত ৯টা ৩০ মিনিট

জিমন্যাস্টিকস
মেয়েদের দলীয় ফাইনাল, রাত ১০টা ১৫ মিনিট

ফেন্সিং
মেয়েদের ইপেই দলীয় ফাইনাল, রাত ১১টা ৩০ মিনিট

রাগবি সেভেনস
মেয়েদের ফাইনাল, রাত ১১টা ৪৫ মিনিট

সাঁতার
মেয়েদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক, রাত ১২টা ৫৬ মিনিট
পুরুষ ৮০০ মিটার ফ্রিস্টাইল, রাত ১টা ২ মিনিট
পুরুষ ৪×২০০ মিটার ফ্রিস্টাইল রিলে, রাত ২টা ১ মিনিট

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss