সংঘর্ষের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে আটক করেছে পুলিশ। বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে তাকে রাজধানীর নয়াপল্টন থেকে আটক করা হয়।
এর আগে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। নেতাকর্মীদের লক্ষ্য করে টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। নেতাকর্মীরাও লাঠিসোঁটা নিয়ে পুলিশকে ধাওয়া করে। দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় নয়াপল্টন উত্তপ্ত হয়ে ওঠে।
সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়া এখন পর্যন্ত ২০ জন আহতের খবর পাওয়া গেছে।
এদিকে সংঘর্ষের পর বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সদস্য আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এসময় সাংবাদিকরা ডিবির কর্মকর্তাদের কাছে তাদের আটক করা হয়েছে কি না, জানতে চাইলেও কোনো মন্তব্য করতে রাজি হননি।
চস/আজহার