প্রায় দুই যুগ পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বোয়ালখালী উপজেলা আ. লীগের সম্মেলন। আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) উপজেলার কধুরখীল উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই দিন সম্মেলনের আলোচনা সভা ও ১০ ডিসেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে কাউন্সিল অনুষ্ঠিত হবে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান জানান, এতে উপস্থিত সিদ্ধান্ত ও সমঝোতার মাধ্যমে কমিটি গঠন করা হবে। যদি সমঝোতা না হয় তবে পদ প্রত্যাশীদের আহ্বান করে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে কমিটি নির্বাচন করা হবে। বৃহস্পতিবার সম্মেলনের উদ্বোধন করবেন দক্ষিণ জেলা আ. লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি।
এতে প্রধান অতিথি থাকবেন আ. লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান এমপি, বিশেষ অতিথি থাকবেন আ. লীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, দক্ষিণ জেলা আ. লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
চস/স