spot_img

৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার
২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রাম মহানগর যুবদলে সভাপতি দীপ্তিসহ আটক ৪

চট্টগ্রাম নগর যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মোশাররফ হোসেন দীপ্তিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক বাকী ৩ জনের নাম পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১২টার দিকে গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি টিম কুমিল্লার বিশ্বরোডের আলেখার চর মায়ামী হোটেল থেকে তাদের গ্রেপ্তার করে বলে জানায় বিএনপি।

দিপ্তী কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি এবং চট্টগ্রাম নগর যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা পুলিশের পরিদর্শক মর্যাদার একজন কর্মকর্তা। তিনি বলেন, যুবদল নেতা দিপ্তীকে আমরা গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে কিনা সেটা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।

সিএমপি সূত্রে জানা গেছে, দিপ্তীকে গ্রেপ্তারের পর চট্টগ্রাম কোতোয়ালী থানার একটি টিম কুমিল্লা রওয়ানা হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) চট্টগ্রাম কাজির দেউড়ি এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় মোশাররফ হোসেন দিপ্তী এজাহার নামীয় আসামি। কুমিল্লা থেকে তাকে চট্টগ্রাম নিয়ে আসা হবে এবং বুধবার আদালতে সোপর্দ করা হবে।

মোশারেফ হোসেন দিপ্তীর স্ত্রী নিহার সুলতানা জানান, আগামীকাল মামলার হাজিরা দিতে দিপ্তী ঢাকায় যাচ্ছিল। পথে কুমিল্লা থেকে ডিবি পরিচয়ে তাকে আটক করেছে বলে জেনেছি। তিনি অভিযোগ করেন, কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই তাকে আটক করা হয়েছে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী সহ ৪ জনকে কুমিল্লার বিশ্বরোডের আলেখার চর মায়ামী হোটেল থেকে তুলে নিয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত প্রায় সাড়ে ১১টার দিকে দিপ্তীসহ কয়েকজন ঐ হোটেলে রাতের খাবার খাচ্ছিলো। এমন অবস্থায় গোয়েন্দা পুলিশের ৮/১০জনের একটি দল দিপ্তীদের তুলে নিয়ে যায়।

উল্লেখ্য, গত সোমবার ১৬ জানুয়ারি বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির সমাবেশ চলাকালে নগরীর কাজীর দেউড়ি মোড়ে পুলিশের সাথে বিএনপি কর্মীদের সংঘর্ষ হয় এবং ভাঙচুরের ঘটনা ঘটে। এতে পুলিশসহ অন্তত ২০ নেতাকর্মী আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ২০ জনকে আটক করে। এ ঘটনায় তিনজন পুলিশ বাদী হয়ে কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন ও সদস্যসচিব আবুল হাশেম বক্করসহ ৯০ জনের নাম উল্লেখ করে অন্তত ৬০০ জনের বিরুদ্ধে চারটি মামলা করেছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss