spot_img

৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রাজধানীতে বিএনপির জনসমাবেশ শুরু

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশ শুরু হয়েছে। সোমবার (৩১ জুলাই) বিকাল ৩টার দিকে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট সংলগ্ন গেটের পাশে অনুষ্ঠানটি শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত ২৯ জুলাই ঢাকার প্রবেশ পথে বিএনপি ঘোষিত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের যৌথ আক্রমণ-হামলা, নির্যাতন ও পাইকারি হারে নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে সারা দেশে জনসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। সে ধারাবাহিকতায় সোহরাওয়ার্দী উদ্যানের পাশে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির এ জনসমাবেশ।

বিকাল তিনটার দিকে এই জনসমাবেশ শুরু হলেও দেড়টা থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা–কর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে আসতে থাকেন। সমাবেশে আগত নেতা–কর্মীদের অনেকে শাহবাগ মোড়ে এসে জড়ো হন। সেখান থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন। অনেকে আবার মৎস্য ভবনের সামনে জড়ো হয়ে পরে মিছিল নিয়ে সমাবেশে অংশ নেন।

বিএনপির আগের ঘোষণা অনুযায়ী এই জনসমাবেশ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গতকাল রবিবার রাতে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, জনসমাবেশ হবে সোহরাওয়ার্দী উদ্যানে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss