spot_img

১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

মঙ্গলবার আওয়ামী লীগের সমাবেশ ও শান্তি মিছিল

বিএনপি-জামায়াতের সন্ত্রাসী ও সরকার বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার (৩০ জানুয়ারি) সমাবেশ ও শান্তি মিছিল করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

সোমবার সংগঠনের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পি স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে বিএনপি-জামায়াতের সন্ত্রাসী ও সরকার বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে তেঁজগাও ট্রাকস্ট্যান্ড সংলগ্ন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ের সামনে (সাতরাস্তা মোড়) এ সমাবেশ ও শান্তি মিছিল অনুষ্ঠিত হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ছাড়া উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান এবং সভা পরিচালনা করবেন সংগঠনের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নগর, থানা, ওয়ার্ড, ইউনিয়ন ও ইউনিটসমূহের নেতাকর্মীরা জাতীয় পতাকাসহ মিছিলে যোগদান করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss