বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর কৃতি ছাত্র শহীদ আবরার ফাহাদের রুহে মাগফিরাত কামনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যাগে আয়োজিত চট্টগ্রাম ইসলামী একাডেমি (বিআইএ) মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার ও মুহাম্মদ উল্লাহ, নগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, নগর কর্মপরিষদ সদস্য ডা. মুহাম্মদ সিদ্দিকুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী,প্রফেসর সাইফুল্লাহ, আমির হোছাইন প্রমুখ।
মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, শহীদ আবরার ফাহাদ ছিলেন ভারতের আধিপত্যবাদ এবং সন্ত্রাসী কার্মকান্ডের বিরুদ্ধে এক অপ্রতিরোধ্য কন্ঠস্বর। দেশের সার্বভৌমত্বের স্বার্থে আমাদেরও আবরার ফাহাদের মতো নিপীড়ন ও আধিপত্যবাদ বিরোধী মনোভাব ধারণা করা প্রয়োজন।
উক্ত দোয়া মাহফিল মুনাজাত পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী একাডেমি (বিআইএ) মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মাহফুজুর রহমান মিনহাজ।
চস/স