করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী।
ফলে বঙ্গবন্ধু টি-২০ কাপে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে বাঁহাতি এই ব্যাটসম্যানের। বর্তমানে মুমিনুল নিজ বাসভবনে আইসোলেশনে আছেন।
এর আগে করোনায় আক্রান্ত হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনিও আইসোলেশনে রয়েছেন। পিএসএল খেলতে যাওয়ার আগে রুটিন টেস্ট করানোর পর করোনা ধরা পড়ে রিয়াদের।
চস/আজহার