spot_img

১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ব্যাটিংয়ে সম্ভাবনা ফিকে হয়ে আসছে সাকিবের!

কুঁচকির চোটের কারণে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামা হচ্ছে না সাকিব আল হাসানের। প্রথম ইনিংসে ছয়ে নেমে ৬৮ রানের ইনিংস খেলা দেশসেরা এ অলরাউন্ডারের জায়গায় ছয় নম্বরে ব্যাট করতে নেমেছেন লিটন দাস।

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন বল ডেলিভারির পর ফলো-থ্রুতে কুঁচকিতে নতুন করে চোট পান সাকিব। স্ক্যান করানো হয়েছে শুক্রবার। এই ম্যাচে আর সাকিবকে মাঠে দেখা যাবে কিনা সেটি নিয়েও আছে সংশয়।
চতুর্থ দিনের প্রথম সেশনে মুশফিকুর রহিমকে (১৮) হারিয়েছে বাংলাদেশ। উইকেটটি নিয়েছেন রাকিম কর্নওয়াল। দ্বিতীয় ইনিংসে এটি তার তৃতীয় শিকার।

ব্যক্তিগত ফিফটি পেরিয়েছেন মুমিনুল হক। এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৯০ রান। আড়াইশ ছাড়িয়েছে লিড।

৩ উইকেটে ৪৭ রানে তৃতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। মুমিনুল ৩১ ও মুশফিক ১০ রানে অপরাজিত ছিলেন।

আরো পড়ুন: টেস্টে মিরাজের অভিষেক সেঞ্চুরি

চতুর্থ দিনের সকালের সেশনে দলের সকল খেলোয়াড় যখন ড্রেসিংরুমে সাকিব তখন কোচদের সঙ্গে রোদ পোহাচ্ছেন। এই ছবিটিই বলে দেয়, ব্যাটিং আর করা হচ্ছে না সাকিবের। তবে তার জায়গায় কনকাশন সাব হিসেবে স্কোয়াডের থাকা একজন ব্যাট করতে পারবেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss