spot_img

২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনায় এবার আক্রান্ত শচীন টেন্ডুলকার

মৃদু উপসর্গ ছিল আগ থেকেই। সে কারণেই করোনা পরীক্ষা করিয়েছিলেন শচীন টেন্ডুলকার। সে পরীক্ষায় পেয়েছেন দুঃসংবাদ, করোনা পজিটিভ হয়েছেন তিনি। পরিবারের বাকি সদস্যরা অবশ্য নেগেটিভই আছেন, ব্যক্তিগত টুইটারে এ কথা জানিয়েছেন শচীন।

নিয়ম মেনে এখন তিনি ঘরেই কোয়ারেন্টাইন মানছেন, সবার থেকে আলাদা করে নিয়েছেন নিজেকে। ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে তিনি জানিয়েছেন, ‘আজ সকালে আমার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। তবে পরিবারের সবাই নেগেটিভই আছে। এখন আমি নিজের বাড়িতে কোয়ারেন্টাইনে আছি। আর ডাক্তারদের দেওয়া সব নির্দেশনা আর নিয়মও মেনে চলছি আমি।’

ভারতসহ সারা বিশ্বে করোনা সংক্রমণ রুখতে স্বাস্থ্যকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সেই গেল বছরের শুরু থেকে। শচীন টেন্ডুলকার তাদেরও ধন্যবাদ জানাতে ভুললেন না। বললেন, ‘পেশাদার স্বাস্থ্যকর্মীরা যারা আমাকে সাহায্য করছেন, এবং পুরো দেশে যারা কাজ করছেন তাদের ধন্যবাদ জানাতে চাই।’

সদ্যসমাপ্ত রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে ইন্ডিয়া লেজেন্ডের অধিনায়ক ছিলেন শচীন। ফাইনালে শ্রীলংকাকে হারিয়ে দলের শিরোপা জয়ে বড় অবদানই রেখেছিলেন তিনি।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss