হাকিম জিয়েকের একমাত্র গোলে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এফএ কাপের ফাইনালে উঠেছে চেলসি।
ওয়েম্বলিতে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালের ৫৬ মিনিটে টিমো ওয়ের্নারের বানানো বল থেকে গোল করেন মরক্কোর তারকা খেলোয়াড় জিয়েক। বাকী সময় চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি গার্দিওলার সিটি।
আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে লিস্টার সিটি ও সাউদাম্পটন। সেই খেলার বিজয়ী দল আগামী ১৫ মে চেলসির বিপক্ষে ফাইনালে অবতীর্ণ হবে।
চস/স


