spot_img

৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রদ্রিগেজের গোলে জয় পেল আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাইপর্বের দুই ও কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টে প্রথম ম্যাচে ড্রয়ের পর জিতল আর্জেন্টিনা। একের পর এক ড্র করে জয়ের স্বাদই যেন ভুলে গিয়েছিল আলবিসেলেস্তেরা। অবশেষে কাঙ্ক্ষিত সেই জয় পেল উরুগুয়ের বিপক্ষে।

কোপায় ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের বিপক্ষে জয় পেয়েছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হওয়া ম্যাচটিতে আর্জেন্টিনা ১-০ গোলে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে।

ব্রাজিলের গারিঞ্চা স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচটিতে দলের পক্ষে একমাত্র গোলটি করেছেন গুইদো রদ্রিগেজ। এ ম্যাচ দিয়েই আর্জেন্টিনার প্রথম একাদশে সুযোগ পাওয়া গুইদো রদ্রিগেজ, এসিস্ট তথা বল বানিয়ে দেয়ার কাজটি সেরেছেন লিওনেল মেসি।

লুইস সুয়ারেসের দল উরুগুয়ে বরাবরই আর্জেন্টিনার কাছে কঠিন প্রতিপক্ষ। পাঁচ বছর আগে শেষবার উরুগুয়েকে হারিয়েছিল আর্জেন্টিনা। শেষবার দুই দল মুখোমুখি হয়েছিল ২০১৯ সালের নভেম্বরে। সেই প্রীতি ম্যাচ ২-২ ড্র হয়েছিল।

এবারের কোপা আমেরিকা টুর্নামেন্ট প্রতিযোগিতায় প্রথম ম্যাচে চিলির কাছে আটকে গিয়েছে আর্জেন্টিনা। ফলে উরুগুয়ের বিরুদ্ধে আজকের ম্যাচটি মেসিদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠে। এমন অবস্থায় নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নামে মেসিবাহিনী। অন্যদিকে প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে নামে উরুগুয়ে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss