বাংলাদেশের সঙ্গে লঙ্কান ক্রিকেটারদের সম্পর্কটা দিনকে দিন অবনতির দিকে যাচ্ছে! ২০১৮ সালের নিদাহাস ট্রফির কথা তো সবারই মনে আছে।
মাঠের মধ্যে এমনই ঝামেলা বেঁধেছিল, ম্যাচ রেখেই ব্যাটসম্যানদের বের হয়ে আসতে বলেছিলেন তখনকার অধিনায়ক সাকিব আল হাসান।
ওমন ঝামেলার পর লঙ্কানদের বিপক্ষে যে কোনো অর্জনই উদযাপনটা আলাদা দেখা যায় বাংলাদেশের। সেটা মুশফিকুর রহিমের নাগিন ড্যান্স হোক বা মাঠের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়।
আরও একবার বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ উত্তেজনা ছড়াচ্ছে। ইনিংসের ষষ্ঠ ওভারে লিটন দাসকে আউট করে সম্ভবত স্লেজিং করেছিলেন লঙ্কান পেসার লাহিরু কুমারা।
তারপর দুজনের মধ্যে শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়। মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যান দুজন। এ সময় লিটনকে ব্যাটকে লাঠির মতো করে ধরে মারের ভঙ্গিমা করতে দেখা যায়।
পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন আম্পায়ার। ভাগ্য ভালো, শারীরিক কোনো সংঘর্ষ ঘটেনি। তবে মাঠের এই ঘটনার জন্য জরিমানার কবলে পড়তে হতে পারে লিটন-কুমারাকে।
চস/আজহার