spot_img

২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হারল বাংলাদেশ

প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করে হারার পর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ নারী ক্রিকেট দল। ১৪১ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে শেষমেশ হেরেছে ৯ উইকেটের ব্যবধানে।

টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২৭ ওভারে ১৪০ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে ব্যাটিং করতে নেমে দারুণ শুরু করে কিউই নারীরা। ৩৬ রানে প্রথম সালমা খাতুন প্রথম উইকেট ফেললেও, এরপর আর কোনো সাফল্য পায়নি বাংলাদেশের নারীরা। যার ফলে বড় হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। নিউজিল্যান্ডের হয়ে সুজি বেটস অপরাজিত থাকেন ৮৩ রানে। এছাড়াও ৪৩ রানে অপরাজিত ছিলন অ্যামেলিয়া কের।

এদিকে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে সোমবার (৭ মার্চ) টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশের নারীরা। বৃষ্টি বাগড়ায় খেলা নেমে আসে ২৭ ওভারে।

ব্যাট হাতে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। দলীয় পঞ্চাশ খুব দ্রুত তুলে নিলেও এরপরের ২২ রানে ৩ উইকেট হারিয়ে রানের গতি কমে যায় টাইগ্রেসদের। শেষ পর্যন্ত সেই গতি আর বাড়াতে পারেনি তারা।

শামীমা সুলতানা ও ফারজানা হকের উড়ন্ত সূচনার পর হঠাৎ ছন্দপতন হয় বাংলাদেশের ইনিংসে। তাদের জুটি ভাঙার পর বাংলাদেশের রানের গতি কমিয়ে দেন নিউজিল্যান্ডের অ্যামি স্যাটার্থওয়েইট। তার ৩ উইকেটে দারুণভাবে ম্যাচে ফেরে নিউজিল্যান্ড। এছাড়াও একটি করে উইকেট পান হ্যালি জেনসেন ও ফ্রান্সিস ম্যাকে।
২৭ ওভারের ম্যাচটিতে দুই বোলার করতে পারবেন ৬টি করে ওভার, আর তিন বোলার করতে পারবেন সর্বোচ্চ ৫টি করে ওভার।

এর আগে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে গিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলের শুরুটা হয়েছে বিস্বাদের। হেরেই অভিষেক বিশ্বকাপ মিশন শুরু করেছে নিগার সুলতানারা। দক্ষিণ আফ্রিকাকে অল্প রানে বেঁধে ফেলেও ব্যাটিং ব্যর্থতায় হারতে হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss