বাংলাদেশ জাতীর দলের ক্রিকেটার সাকিব আল হাসান আজ (২১ মার্চ) রাতে দক্ষিণ আফ্রিকা সফর থেকে দেশে ফিরছেন। তার মা ও দুই সন্তান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। সেজন্য প্রোটিয়াদের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচ না খেলেই দেশে ফিরতে হচ্ছে তার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনূস বিষয়টি নিশ্চিত করেছেন।
সাকিবের শাশুড়ি ক্যান্সার আক্রান্ত হয়ে আগে থেকেই রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনদিন আগে নিউমোনিয়ায় আক্রান্ত ছেলে ইজাহ আল হাসানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওদিকে তার মা শিরিন রেজার হার্টে ইনফেকশন ধরা পড়ায় তিনিও হাসপাতালে। বড় মেয়ে আলাইনা হাসানও ঠাণ্ডা-জ্বরে ভুগছে।
জালাল ইউনূস বলেন, ‘অসুস্থ পরিবারের সদস্যদের পাশে থাকতে দেশে ফিরে আসতে হচ্ছে সাকিবের।’ এর আগে তিনি বলেছিলেন, ‘পারিবারিক বিষয়ে আমাদের বাধা দেওয়ার প্রশ্নই আসে না। সাকিব যদি মনে করে দেশে চলে আসতে পারবে।’
এর আগে বিসিবি’র নির্বাচক হাবিবুল বাশার জানান, সাকিব নিয়মিতই দেশে যোগাযোগ রাখছে। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। সে তৃতীয় ওয়ানডে খেলতে চায়। বাকিটা পরিস্থিতির ওপর নির্ভর করবে।
চস/স


