spot_img

৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কোহলি, গাঙ্গুলি, সিধুকে পিছনে ফেললেন স্মৃতি মান্দানা

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম দুই হাজার রান সংগ্রাহকের তালিকায় নাম তুললেন ভারতীয় ওপেনার স্মৃতি মান্দানা। এই তালিকায় নারী ক্রিকেটার মধ্যে তার স্থান তিনে।

তার চেয়ে কম ইনিংসে ২০০০ রান পূর্ণ করেছেন মাত্র দুইজন। দু’জনই অস্ট্রেলিয়ার। ৪১ ইনিংসে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন বেলিন্ডা ক্লার্ক। দেশটির আরেক ক্রিকেটার মেগ ল্যানিং এ কীর্তি গড়তে সময় নেন ৪৫ ইনিংস।

৫১ ইনিংসে ২০২৫ রান নিয়ে তালিকার তিনে উঠে এলেন স্মৃতি। বুধবার অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্মৃতির অর্ধশতকের উপর ভরে জয় তুলে নেয় ভারত। ৬৩ বলে ৭৪ রান করেন তিনি।

ভারতীয়দের মধ্যে ওয়ানডেতে ২০০০ রান করার তালিকায় সামনে আছেন শুধু শিখর ধাওয়ান। ৪৮ ইনিংসে দুই হাজার রানের ক্লাবে ঢোকেন এই ওপেনার। স্মৃতির পিছনে পড়ে গেলেন দেশটির অনেক ব্যাটিং মহীরূহ। তিনি পিছনে ফেলেছেন বিরাট কোহলি (৫৩), সৌরভ গাঙ্গুলি (৫২) ও নভজ্যোত সিং সিধুর (৫২) মতো ব্যাটসম্যানদের।

মাত্র ৪০ ইনিংসে এই রেকর্ড গড়ে সবার উপরে আছেন সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান হাশিম আমলা।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss