এশিয়ার অলিম্পিক খ্যাত সাউথ এশিয়ান গেমসের ১৩তম আসরের পর্দা উঠছে আজ। এবারের গেমসে ২৭ ডিসিপ্লিনে ৩২৪টি স্বর্ণপদকের জন্য লড়বেন সাত দেশের এথলেটরা। নেপালে অনুষ্ঠেয়এ আসরের ২৫টি ডিসিপ্লিনে অংশ নিচ্ছে বাংলাদেশ। সর্বশেষ ১৯৮৪ ও ১৯৯৯ সালে এই গেমসের আয়োজন করেছিল নেপাল। এবার তৃতীয় বারের মত এসএ গেমসের আয়োজন করতে যাচ্ছে তারা। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বিকেল ৫টায় পর্দা উঠবে ত্রয়োদশ এ আসরের। দশরথ রঙ্গশালায় প্রথমে প্রবেশ করবেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি। এরপরই আসবেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।
আয়োজক কমিটি তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানানোর পর হবে তিন মিনিটের লেজার শো। সাত দেশের ক্রীড়াবিদদের অংশগ্রহনে মার্চপাস্ট পর্যবেক্ষণ করবেন নেপালের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। নেপাল অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট জীবন রাম শ্রেষ্ঠা উদ্বোধনী অনুষ্ঠান শুরুর ঘোষনা দেবেন। বিকেল ৫টায় কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ৩০ হাজার দর্শক একসাথে উপভোগ করবেন উদ্বোধনী অনুষ্ঠান। বর্ণিল উদ্বোধনী আয়োজনে থাকবে স্বাগত নৃত্য। ১২ মিনিট স্থায়ী প্রদর্শনীতে নেপালের সেনাবাহিনী, আর্মড পুলিশ ফোর্সেস ও নেপাল পুলিশের এক হাজার চৌকস সেনারা সাত দেশের নামের সঙ্গে মাঠেই সংশ্লিষ্ট দেশের মানচিত্র ফুটিয়ে তুলবেন নিজেরা। নেপালের ঐতিহ্যবাহী নৃত্যও থাকবে। যা ‘মাসকেলেস থিনিক’ নামে পরিচিত। তিন বাহিনীর চৌকস সদস্য ছাড়াও স্কুল ও কলেজের ছাত্র ছাত্রীরা পারফর্ম করবে প্রায় তিন ঘন্টা ৪০ মিনিটের এই উদ্বোধনী অনুষ্ঠানে।
চস/ সোহাগ