বার্মিংহাম কমনওয়েলথ গেমস সম্পন্ন হয়েছে বাংলাদেশের হতাশার মধ্য দিয়ে। পদকহীন হয়েই দেশে ফিরতে হচ্ছে এবার। পদক তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। ৬৭ স্বর্ণ, ৫৭ রৌপ্য ও ৫৪টি ব্রোঞ্জসহ সর্বমোট ১৭৯টি পদক জয় করে এবারের আসরের শীর্ষস্থান অর্জন করেছে ক্যাঙ্গারুরা।
এর আগে গোল্ড কোস্টে অনুষ্ঠিত ২০১৮ কমনওয়েলথ গেমসেও ৮০টি স্বর্ণ, ৫৯টি রৌপ্য ও ৫৯টি ব্রোঞ্জ পদকসহ সর্বমোট ১৯৮টি পদক নিয়ে তালিকার শীর্ষে ছিল অস্ট্রেলিয়া।
৫৭টি স্বর্ণসহ সব মিলিয়ে ১৭৬টি পদক নিয়ে এবারের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ইংল্যান্ড। আর সব মিলিয়ে ৯২টি পদক জয় করে তৃতীয় স্থান দখল করেছে কানাডা।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এরই মাঝে শেষ হয়েছে বার্মিংহাম কমনওয়েলথ গেমসের আসর। একনজরে দেখে নিন ২০২২ কমনওয়েলথ গেমসের চূড়ান্ত পদক তালিকা:
দেশ স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ মোট
অস্ট্রেলিয়া ৬৭ ৫৭ ৫৪ ১৭৮
ইংল্যান্ড ৫৭ ৬৬ ৫৩ ১৭৬
কানাডা ২৬ ৩২ ৩৪ ৯২
ভারত ২২ ১৬ ২৩ ৬১
নিউজিল্যান্ড ২০ ১২ ১৭ ৪৯
স্কটল্যান্ড ১৩ ১১ ২৭ ৫১
নাইজেরিয়া ১২ ৯ ১৪ ৩৫
ওয়েলস ৮ ৬ ১৪ ২৮
দক্ষিণ আফ্রিকা ৭ ৯ ১১ ২৭
মালয়েশিয়া ৭ ৮ ৮ ২৩
নর্থ আয়ারল্যান্ড ৭ ৭ ৪ ১৮
জ্যামাইকা ৬ ৬ ৩ ১৫
কেনিয়া ৬ ৫ ১০ ২১
সিঙ্গাপুর ৪ ৪ ৪ ১২
ত্রিনিদাদ এন্ড টোবাগো ৩ ২ ১ ৬
উগান্ডা ৩ ০ ২ ৫
সাইপ্রাস ২ ৩ ৬ ১১
পাকিস্তান ২ ৩ ৩ ৮
সামোয়া ১ ৪ ০ ৫
বার্বাডোজ ১ ১ ১ ৩
ক্যামেরুন ১ ১ ১ ৩
জাম্বিয়া ১ ১ ১ ৩
গ্রেনাডা ১ ১ ০ ২
দ্য বাহামাস ১ ১ ০ ২
বারমুডা ১ ০ ১ ২
ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড ১ ০ ০ ১
মরিশাস ০ ৩ ২ ৫
ঘানা ০ ২ ৩ ৫
ফিজি ০ ২ ২ ৪
মোজাম্বিক ০ ২ ১ ৩
শ্রীলংকা ০ ১ ৩ ৪
তানজানিয়া ০ ১ ২ ৩
বোতসোয়ানা ০ ১ ১ ২
গার্নসে ০ ১ ১ ২
ডোমিনিকা ০ ১ ০ ১
পাপুয়া নিউ গিনি ০ ১ ০ ১
সেইন্ট লুসিয়া ০ ১ ০ ১
দ্য গাম্বিয়া ০ ১ ০ ১
নামিবিয়া ০ ০ ৪ ৪
মাল্টা ০ ০ ১ ১
নাওরু ০ ০ ১ ১
নিয়ে ০ ০ ১ ১
ভানুয়াতু ০ ০ ১ ১
চস/স


