spot_img

২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ইউরোপায় মুখোমুখি রোনালদো-বার্সেলোনা

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে মাত্র দুটি জয়, সঙ্গে ৩টি পরাজয় বরণ করে ইউরোপের দ্বিতীয় সারির লিগ ‘ইউরোপা লিগে’ নেমে এসেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তবে ইউরোপায় গিয়েও বেশিদুর এগোনো হচ্ছে না সম্ভব ক্লাবটির। কারণ, প্রথম ম্যাচেই ক্রিশ্চিয়ানো রোনালদোদের মুখোমুখি হতে হচ্ছে কাতালানদের।

সোমবার সুইজারল্যান্ডের নিয়ন শহরে অনুষ্ঠিত হয়েছে ইউরোপা লিগের নকআউট পর্বের ড্র। তাতেই ভাগ্য নির্ধারিত হয়ে গেছে বার্সা এবং ম্যানইউর। এই দু’দলের একটিকে অবশ্যই বিদায় নিতে হবে দ্বিতীয় রাউন্ড থেকে।

এক সময় রিয়ালের জার্সিতে নিয়মিতই বার্সার মুখোমুখি হতেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সে সময় একটা জৌলুস ছিলো। রিয়ালে রোনালদো, বার্সায় ছিলেন মেসি। দু’দলের দ্রুপদী লড়াইয়ের আড়ালে ছড়িয়ে থাকতো মেসি-রোনালদোদের শ্রেষ্ঠত্বের লড়াইও।

কিন্তু এখন সেই জৌলুস নেই। রোনালদোও নেই রিয়ালে, মেসিও নেই বার্সায়। সুতরাং, ইউরোপায় বার্সা-ম্যানইউ মুখোমুখিতে রোনালদোর সঙ্গে বার্সার লড়াইয়ের সেই আমেজ কিছুটা হলেও উপভোগ করতে পারবেন দর্শকরা। কারণ, মেসি না থাকুক এবার বার্সায় রয়েছেন রবার্ট লেওয়ানডস্কির মত ফুটবলার।

এবার বেশ কিছু বড় দল খেলছে ইউরোপা লিগে। ফলে চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি উত্তেজনা বেড়েছে ইউরোপের দ্বিতীয় সারির লিগেও। ইউরোপায় টানা দ্বিতীয়বারের মতো খেলছে স্প্যানিশ দল বার্সেলোনা।

ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসও জায়গা ধরে রাখতে পারেনি চ্যাম্পিয়ন্স লিগে। তাদেরও নেমে আসতে হয়েছে ইউরোপায়। বরাবরই চ্যাম্পিয়ন্স লিগে চমক দেখানো আয়াক্স খেলছে এবার ইউরোপা লিগে। থাকছে সেভিয়ার মতো দলও। তাই এ লিগেও আকর্ষণ থাকছে সমর্থকদের কাছে।

এক নজরে ইউরোপা লিগের দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি যারা

বার্সেলোনা-ম্যানচেস্টার ইউনাইটেড
জুভেন্টাস-নান্তেস
স্পোর্টিং সিপি-মিতউলান
শাখতার দোনেৎস্ক-রেনেঁ
আয়াক্স-ইউনিয়ন বার্লিন
লেভারকুসেন-মোনাকো
সেভিয়া-পিএসভি
সলজবার্গ-রোমা

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss