spot_img

২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বেনজেমা-এমবাপেদের নিয়ে ফ্রান্সের শক্তিশালী দল ঘোষণা

কাতার বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো চ্যাম্পিয়ন ফ্রান্স। কোচ দিদিয়ের দেশমের ২৫ জনের স্কোয়াডে আছেন প্রতিষ্ঠিত তারকারাই।

বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। কার্যত গতবারের দলই তারা ধরে রেখেছে। যদিও বিশ্বকাপের দল ঘোষণার বেশ কিছুদিন আগেই শিবিরে জোড়া হতাশা ছিল। চোটের জন্য ছিটকে গিয়েছিলেন এনগোলো কন্তে এবং পল পগবা।

বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি মাইক মাইনান, জোনাথন ক্লস, ফেরল্যান্ড মেন্ডি, লুকাস ডিনে এবং উইসাম বেন ইডের-র। স্কোয়াডে রয়েছেন গত বিশ্বকাপের তারকা কিলিয়ান এমবাপে। সুযোগ পেয়েছেন অভিজ্ঞ অলিভার জিরু। আক্রমণভাগে রয়েছেন আন্তোনিও গ্রিজম্যান, করিম বেনজেমাও।

সোমবার থেকে শিবিরে যোগ দেবেন বিভিন্ন ক্লাবে খেলা ফ্রান্স স্কোয়াডের সদস্যরা। দল ঘোষণার পর সাংবাদিক সম্মেলনে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম বলেন, ‘আমাদের প্রাথমিক লক্ষ্য গ্রুপপর্ব পার করা। প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। প্রতিটা প্রতিযোগিতার আগে আমার যেমন মানসিকতা থাকে, এবারও একই রয়েছে। আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। সকলে মিলেই সেই চ্যালেঞ্জ উতরে যাওয়ার চেষ্টা করতে হবে। ফল নিয়ে এখন থেকেই চিন্তিত নই।’

গত বিশ্বকাপের নায়ক কিলিয়ান এমবাপে বলেন, ‘সকলেরই স্বপ্ন থাকে দেশের হয়ে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করার। আরও একবার সবচেয়ে বড় মঞ্চে খেলার সুযোগ পেতে চলেছি। স্বপ্নপূরণ।’

ফ্রান্সের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: আলফোঁসে আরিওলা, হুগো লরিস, স্টিভ মান্দান্দা

রক্ষণভাগ: লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, প্রিসনেল কিম্পেম্বে, ইব্রাহিম কোনাতে, জুলেস কুন্ডে, বেঞ্জামিন পাভার্ড, উইলিয়াম সালিবা, দাওত উপামেকানো, রাফায়েল ভারান।

মাঝমাঠ: এডুয়ার্ডো ক্যামাভিঙ্গা, ইউসুফ ফোফানা, মাত্তেও গুয়োন্দোজি, আদ্রিয়েন ব়্যাবিয়ট, অরিলিয়েঁ শোয়ামেনি, জর্ডান ভেরেতৌ

আক্রমণভাগ: করিম বেনজেমা, কিংসলে কোম্যান, ওসমানে ডেম্বেলে, অলিভার জিরু, আন্তোনিও গ্রিজম্যান, কিলিয়ান এমবাপে, ক্রিস্টোফার এনকুঙ্কু।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss