spot_img

৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আইপিএল থেকে সরে দাঁড়ালেন কামিন্স

গুঞ্জনটা শোনা যাচ্ছিল আগেই, আসন্ন আইপিএলে নাও দেখা যেতে পারে প্যাট কামিন্সকে। শেষমেশ সত্যি হল জল্পনা। সামাজিক যোগাযোগমাধ্যমে টুইট করে প্যাট কামিন্স জানিয়ে দিলেন, তিনি পরবর্তী আইপিএল মৌসুমে অংশ নেবেন না।

ঠাসা আন্তর্জাতিক সূচির কথা মাথায় রেখেই যে এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন, সে কথাই জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অসি তারকা। অ্যাশেজ সিরিজ এবং ওয়ানডে বিশ্বকাপের আগে বিশ্রাম দরকার বলেই মনে করছেন তিনি।

এদিকে কেকেআর ট্রেড উইন্ডো দিয়ে ইতিমধ্যেই তিন ক্রিকেটারকে দলে নিয়েছে। তারা গুজরাট টাইটান্সের কাছ থেকে কিনেছে লুকি ফার্গুসন ও রহমানউল্লাহ গুরবাজকে। দিল্লি ক্যাপিটালসের কাছ থেকে কিনেছে শার্দুল ঠাকুরকে। যদিও শার্দুলকে দলে নেওয়ার জন্য আমন খানকে দিল্লির হাতে তুলে দিতে হয়েছে নাইট রাইডার্সকে।

আইপিএলের পরবর্তী মিনি নিলাম আয়োজিত হবে ২৩ ডিসেম্বর। নিলামের আসর বসবে কোচিতে। যদিও তার আগেই আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি ট্রেড উইন্ডো দিয়ে দল গুছিয়ে নিচ্ছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss