spot_img

১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ভারতের বিপক্ষে আরেকটি ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। আজ (বুধবার) দ্বিতীয় ওয়ানডেতে জয় পেলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হয়ে যাবে লিটন দাসের দলের।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে টসভাগ্য সহায় হয়েছে বাংলাদেশের। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক লিটন দাস।

সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতকে মাত্র ১৮৬ গুটিয়ে দিয়ে ১ উইকেটের রুদ্ধশ্বাস এক জয় তুলে নেয় বাংলাদেশ। শেষ উইকেট জুটিতে মেহেদি হাসান মিরাজ আর মোস্তাফিজুর রহমান ৫১ রান তুলে অসাধ্য সাধন করেন।

সাত বছর আগে (২০১৫ সালে) ঘরের মাঠে ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। এবার তাদের সামনে সুযোগ সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটানোর।

এই ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে একটি পরিবর্তন। হাসান মাহমুদের বদলে ঢুকেছেন নাসুম আহমেদ।

ভারতীয় একাদশে এসেছে দুটি পরিবর্তন। শাহবাজ আহমেদের জায়গায় এসেছেন অক্ষর প্যাটেল, কুলদ্বীপ সেনের বদলে উমরান মালিক।

বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।

ভারতীয় একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss