spot_img

২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

শেষ টেস্ট জয়ের রঙে রাঙাতে পারলেন না আজহার

করাচি টেস্টের মাধ্যমে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন ব্যাটার আজহার আলি। তবে নিজের শেষ টেস্ট জয়ের রঙে রাঙাতে পারলেন না তিনি। তাঁর দল পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে ইংলিশরা। এ জয়ে বাবর আজমের দলকে ৩–০তে হোয়াইটওয়াশ করেছে ইংল্যান্ড।

টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। বাবর আজম (৭৮) এবং আঘা সালমানের (৫৬) হাফ সেঞ্চুরিতে ৩০৪ রানের পুঁজি পায় তাঁরা। এরপর হ্যারি ব্রুকসের (১১১) সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে ৩৫৪ রানে অলআউট হয় ইংল্যান্ড। যার ফলে প্রথম ইনিংসে ৫০ রানের লিড পায় তাঁরা।

এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ইংলিশ বোলারদের সামনে মোটেও সুবিধা করতে পারে্নি পাক ব্যাটাররা। নিজের শেষ টেস্ট ইনিংসে কোনো রান না করেই প্যাভিলিয়নে ফিরেন আজহার আলি। শুধু মাত্র বাবর আজম এবং সাউদ শাকিলের অর্ধশতকে ২১৬ রান করতে পারে তাঁরা। যার ফলে ইংলিশদের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ১৬৬ রান।

এই রান চেজ করতে নেমে তাঁদের ব্যাটারের টি টোয়েন্টি মেজাজের ব্যাটিংয়ের সামনে পাত্তাই পায়নি পাক বোলাররা। ৮ উইকেট হাতে নিয়ে জয় ছিনিয়ে নেয় সফরকারিরা। ইংলিশদের পক্ষে বেন ডাকেট সর্বোচ্চ ৮২ রান এবং অধিনায়ক বেন স্টোকস ৩৫ রানে অপরাজিত থাকেন।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss