spot_img

১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আরও একবার আম্পায়ারদের সঙ্গে সাকিবের বিতর্ক

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হঠাৎ উত্তেজনা। অধিনায়ক হয়ে আবারও সেই রুদ্রমূর্তি সাকিব আল হাসানের।

মঙ্গলবার (১০ জানুয়ারি) শেরে বাংলায় রংপুর রাইডার্সের বিপক্ষে দ্বিতীয় ইনিংস শুরুর আগে হঠাৎ মাঠে ঢুকে গেলেন ফরচুন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান। শুধু মাঠে ঢোকাই নয়, মাঠে এসে আম্পায়ার গাজী সোহেল আর লঙ্কান আম্পায়ার রবিন্দ্রর সঙ্গে বচসায় লিপ্ত হলেন বরিশাল অধিনায়ক সাকিব।

প্রাথমিকভাবে বোঝ যায়নি কি নিয়ে এতটা উত্তেজিত হয়ে উঠেছেন সাকিব আল হাসান। পরে বোঝা গেলো, ফরচুন বরিশালের ওপেনার চতুরঙ্গ ডি সিলভা আর এনামুল হক বিজয় যখন মাঠে যান তা দেখে বাঁ-হাতি স্পিনার রাকিবুল হাসানের হাতে বল তুলে দেন।

রংপুরের ধারণা ছিল স্ট্রাইকে থাকবেন ডানহাতি এনামুল হক বিজয়। পরে যখন দেখা গেলো বাঁ-হাতি ব্যাটার চতুরঙ্গ প্রথম বল ফেস করবেন, তখন রংপুর অধিনায়ক বাঁ-হাতি স্পিনার রাকিবুলের পরিবর্তে অফস্পিনার মেহদি হাসানকে বোলিংয়ের জন্য বলতে থাকেন।

ওদিকে ফরচুন বরিশাল ক্যাপ্টেন সাকিবও ড্রেসিংরুম থেকে তখন চতুরঙ্গ ডি সিলভার বদলে এনামুল হক বিজয়কে স্ট্রাইকে নিতে চেষ্টা করেন। কিন্তু আম্পায়াররা তা মানতে রাজি হননি। সে কারণে রেগেমেগে প্রথমে দুই ওপেনারকে সাজঘরে ফেরার সঙ্কেত দেন সাকিব। পরে মাঠে ঢুকে আম্পায়ারদের সাথে উত্তেজিত ভাষায় কথা বলতে থাকেন। এক পর্যায়ে শান্ত হয়ে সাজঘরে ফেরেন।

আগের ম্যাচেও মাঝপথে হঠাৎ উত্তেজিত হয়ে আম্পায়ারের দিকে তেড়ে যান সাকিব। এর আগে একবার ঢাকা প্রিমিয়ার লিগে স্টাম্পে লাথি মেরে শিরোনামে এসেছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss