spot_img

২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ৩ নতুন মুখ

বিপিএলে ভালো খেলার পুরস্কারটা নগদই পেয়ে গেলেন এক ঝাঁক ক্রিকেটার। এর মধ্যে আছেন ৪ তরুণ-তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা, তানভীর ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী আর ৩২ বছরের রনি তালুকদারও।

আজ বুধবার রাতে বাংলাদেশ ও ইংল্যান্ডের প্রথম ওয়ানডে শেষ হওয়ার ঘণ্টাখানেক পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ২ ম্যাচের দল ঘোষণা করেছে বিসিবি।

১৫ জনের দলে একদম নতুন মুখ তিনজন-তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা ও তানভীর ইসলাম। বিপিএলে পারফর্ম করে নতুনভাবে ফিরেছেন রনি তালুকদার।

সেই ২০১৫ সালের ৭ জুলাই শেরে বাংলায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি খেলার পর ৭ বছর আর কোনো ফরম্যাটে জাতীয় দলে ডাক পাননি ওপেনার রনি তালুকদার। এবার বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে বেশ কটি ভালো ও ম্যাচ জেতানো ইনিংস উপহার দিয়ে ৪২৫ রান করা এই ব্যাটার আবারও ফিরেছেন।

২০২১ সালের নভেম্বরে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন শামীম হোসেন পাটোয়ারী। ১০টি টি-টোয়েন্টি খেলেও নিজেকে প্রমাণ করতে পারেননি ২২ বছরের এই তরুণ। ১০ ম্যাচে করেন মোটে ১২৪ রান। তবে বিপিএলে ভালো করে আবারও নির্বাচকদের নজরে এসেছেন তিনি।

এদিকে এবারের বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের পক্ষে চারটি ম্যাচ জেতানো ইনিংস উপহার দেওয়াসহ ৪০৩ রান করে আগেই ইংলিশদের বিপক্ষে ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন তৌহিদ হৃদয়। এবার টি-টোয়েন্টি দলেও ডাক পেলেন বগুড়ার এ ২১ বছর বয়সী টপ অর্ডার।

এবারের জাতীয় লিগে হাসান মাহমুদের সাথে সমান ১৭ উইকেট নিয়ে সর্বাধিক উইকট শিকারি বাঁহাতি স্পিনার তানভীর ইসলামও নির্বাচকদের মন জয় করেছেন। একইভাবে সিলেট স্ট্রাইকার্সের পক্ষে ১৩ উইকেট শিকারি পেসার রেজাউর রহমান রাজা ঢুকে পড়েছেন টি-টোয়েন্টি দলে।

৫ জন দলে ঢোকায় ৫ জন বাদও পড়েছেন সর্বশেষ স্কোয়াড থেকে। তারা হলেন-ইয়াসির আলী রাব্বি, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, এবাদত হোসেন ও সৌম্য সরকার।

প্রথম ২ ম্যাচের জন্য টি-টোয়েন্টি দল
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারী, রনি তালুকদার, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, রেজাউর রহমান রাজা ও তানভীর ইসলাম।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss