সব সময়ই নানারকম অদ্ভুত ঘটনার নজির রেখে যায় বিগ ব্যাশ লিগ। কখনও দুরন্ত কোনও ক্যাচ বা কখনও সেলিব্রেশন। আবার কখনও ওয়াইড বলে ব্যাট চালিয়ে শিরোনামে উঠে আসা। এই সবই ছিল। এবার যেটি ঘটল যা সচরাচর দেখা যায় না। সেটি হলো পিচের বাইরের বলও খেলে বসেন ব্যাটসম্যান।
খবরে বলা হয়েছে, গত শনিবার বিগ ব্যাশ লিগে মুখোমুখি হয় পার্থ স্কর্চার্স ও মেলবোর্ন রেনেগেডস। রেনেগেডসের চতুর্থ ওভার চলছিল। বল করছিলেন ঝাই রিচার্ডসন। ব্যাটিংয়ে ছিলেন পার্থ স্কর্চার্সের ওপেনার স্যাম হার্পার। রিচার্ডসন ব্যাটসম্যানের স্টান্ট দেখে বলের ধরন বদলান এবং ওয়াইড বল করে বসেন। সেটা এত বড় ওয়াইড ছিল যা পিচের বাইরে ঘাসের ওপর গিয়ে পড়ে। অন্যদিকে ব্যাটসম্যান হার্পারও বল ছাড়ার পাত্র ছিলেন না। শেষ মুহূর্তে ব্যাটের মুখ ঘুরিয়ে স্ট্রেচ করে ব্যাট চালান তিনি। কিন্তু সেই বল ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডারের হাতে গিয়ে জমা হয়।
পরে অবশ্য এই বলের আইন নিয়ে টুইটারে সমালোচনা করে ক্রিকেটপ্রেমীরা। প্রশ্ন ওঠে- বলটাকে কেন নো-বল দেওয়া হলো না। একজন লেখেন, ‘‘এটা নো-বল হওয়া উচিৎ ছিল, ঠিক?” আরেকজন লেখেন,
‘‘এরকম বলকে সাধারণত নো বল দেওয়া হয়, ওরা কি দিল??”
এমসিসির নিয়ম অনুযায়ী, যদি বল লাইন ক্রস করার আগে পিচের বাইরে পুরোপুরি বা আংশিক যায় তাহলে সেটা নো বল।”
চস/আজহার