spot_img

৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ঘরের মাঠে চেলসিকে হারিয়ে সেমির পথে রিয়াল

আবারও সেই চেলসি। আবারও করিম বেনজেমা এবং আবারও রিয়াল মাদ্রিদের জয়। এটাই ছিল যেন অবধারিত এবং সেটাই হলো শেষ পর্যন্ত। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে চেলসিকে ২-০ গোলের পরাজয় উপহার দিয়ে আতিথেয়তা করেছে রিয়াল মাদ্রিদ। ফিরতি লেগে বড় কোনো অঘটন না ঘটলে সেমিফাইনাল প্রায় নিশ্চিত কার্লো আনচেলত্তির শিষ্যদের।

গতবারও কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিলো চেলসি এবং রিয়াল মাদ্রিদ। সেবার প্রথম লেগে করিম বেনজেমার হ্যাটট্রিকে রিয়াল জিতেছিল ৩-১ ব্যবধানে। দ্বিতীয় লেগে ৭৯ মিনিট পর্যন্ত ৩-০ গোলে এগিয়ে থেকে সেমিফাইনালে এক পা দিয়ে রাখে চেলসি।

কিন্তু প্রত্যাবর্তনের দুর্দান্ত গল্প লিখে রিয়াল ব্যবধান কমিয়ে আনে ৩-২ ব্যবধানে। ৮০ মিনিটে রদ্রিগো আর ইনজুরি টাইমে অন্য গোলটি করেন বেনজেমা।

এবারও সেই বেনজেমাই গোলের সূচনা করেন চেলসির জালে। ম্যাচের ২১তম মিনিটে প্রথম গোল করেন তিনি। এরপর ম্যাচের ৭৪তম মিনিটে দ্বিতীয় গোল করেন মার্কো আসেনসিও। এই দুই গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss