spot_img

২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি

সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স করে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্টের ফাইনাল খেলতে না পারলেও ১৪ বছর পর সেমিফাইনাল খেলে জামাল ভুঁইয়ারা। মাঠের এমন দুর্দান্ত পারফরম্যান্সে ফিফা র‍্যাংকিংয়ে উন্নতি করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (২০ জুলাই) ফিফার নতুন প্রকাশিত র‍্যাংকিংয়ে তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ। ১৯২তম স্থান থেকে বর্তমানে ১৮৯তম স্থানে অবস্থান করছে জামাল-মোরসালিনরা।

লেবাননের কাছে ২-০ গোলে হেরে নিজেদের সাফ মিশন শুরু করেছিল বাংলাদেশ। তবে এরপর ঘুরে দাঁড়ায় হ্যাবিয়ের ক্যাবরেরার শীষ্যরা। নিজদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ৩-১ গোলে হারায় তারা। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভুটানকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপের রানার্সআপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।

সেমিফাইনালে শক্তিশালী কুয়েতের বিপক্ষে দারুণ ফুটবল খেলে বাংলাদেশ। লড়াই করে শেষ পর্যন্ত ১-০ গোলে হেরে যায় তারা। নতুন প্রকাশিত র‍্যাংকিংয়ে শীর্ষ দশে কোনো পরিবর্তন আসেনি। শীর্ষে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুইয়ে ফ্রান্স, তিনে ব্রাজিল।

চন/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss