এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে দুর্দান্ত কামব্যাক দেখিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর। হারতে বসা ম্যাচে শেষ ১০ মিনিটে তিন গোল দিয়ে ৪-২ ব্যবধানে জয় তুলে নিয়েছে দলটি। নাম লিখিয়েছে এশিয়ান চ্যাম্পিয়নশিপে।
মঙ্গলবার রাতে কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে শাবাব আল আহলির বিপক্ষে ম্যাচের শুরুতে লিড নেয় আল নাসর। গোল করেন দলটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যান্ডারসন তালিস্কা। তিনি ১১ মিনিটে দলকে এগিয়ে নেন। সাত মিনিট পরই ওই গোল শোধ করে দেয় আল আহলি।
এরপর লিড তুলে নেয় আল আহলি। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই গোল করেন দলটির আমিরাতি ফুটবলার ইয়াহইয়া আল ঘাসানি। ওই গোলেই রোনালদোর হারানোর পথে এগিয়ে যাচ্ছিল দলটি। কিন্তু ৮৮ মিনিটে গোল করে সমতায় ফেরে আল নাসর। গোল করেন দলটির সৌদি ডিফেন্ডার সুলতান আল ঘান্নাম।
এরপর যোগ করা সময়ে লিড নেয় আল নাসর। ম্যাচের ৯৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তালিস্কা। পরপর দুই গোলে সহায়তা দেন বদলি নামা সৌদি ফুটবলার আইমান ইয়াহইয়া। আল নাসর ৩-২ ব্যবধানে এগিয়ে যায়। শেষ বাঁশির ঠিক আগে রোনালদোর বাড়ানো বল ধরে আল আহলির কফিনে শেষ পেরেক ঠুকে দেন ইন্টার মিলান থেকে সৌদি আসা ক্রোয়াট মিডফিল্ডার মার্সেলো ব্রোজোভিক।
চস/আজহার