এশিয়া কাপের দলে থাকলেও শেষ পর্যন্ত বাদ পড়েন পেসার এবাদত হোসেন। হাঁটুর ইনজুরির কারণে শঙ্কা ছিল ওয়ানডে বিশ্বকাপে খেলা নিয়ে। অবশেষে সেই শঙ্কাও সত্যি হলো। জানা গেছে অপারেশনের কারণে ওয়ানডে বিশ্বকাপ খেলতে পারবেন না তিনি।
এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দলে ইবাদতকে দলে রাখা হলেও এই পেসার সময়মতো পুরোপুরি সুস্থ না হওয়ায় তার জায়গায় তানজিম হাসানকে সুযোগ দেওয়া হয়। এবার বিশ্বকাপেও তাকে পাচ্ছে না বাংলাদেশ দল।
বুধবার (৩০ আগস্ট) এ বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অন্তত ৯ মাস তিনি মাঠের বাহিরে থাকবেন। আর ভারতে বিশ্বকাপ শুরু হবে আগামী ৫ অক্টোবর। এছাড়া ফেসবুকে এবাদত নিজেই জানিয়েছেন তার অস্ত্রোপচারের কথা। জীবনে প্রথমবার অপারেশন থিয়েটারে যাওয়ার কথা উল্লেখ করে এবাদত সকলের দোয়া চেয়েছেন।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানান, ‘আজ এবাদতের অপারেশন হচ্ছে। এরপর রিহ্যাব আছে, সব মিলিয়ে সুস্থ হয়ে লম্বা সময় লাগতে পারে।’
২৯ বছর বয়সী এবাদত অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) চোটে ভুগছেন। এর আগে ঘরের মাঠে আফগান সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন এবাদত।
চস/স