spot_img
BETA Version ...
শনিবার, ২ ডিসেম্বর ২০২৩

সর্বশেষ

রোনালদোকে রেখেই পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা

ইউরোপিয়ান ফুটবল ছেড়ে আট মাস আগে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এশিয়ার পরিবেশেও দুর্দান্ত ছন্দে পর্তুগিজ মহাতারকা। বয়স পেরিয়েছে ৩৮। কিন্তু এখনো গুরুত্ব কমেনি তার জাতীয় দলে।

তাই তো পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকাকে রেখেই ২০২৪ সালের ইউরো বাছাইয়ে দল ঘোষণা করেছে পর্তুগাল ফুটবল ফেডারেশন। আগামী ৮ ও ১১ সেপ্টেম্বর স্লোভাকিয়া ও লুক্সেমবার্গের মুখোমুখি হবে রোনালদোরা। এই দুই ম্যাচকে সামনে রেখে ২৪ সদস্যের দল দিয়েছে কোচ রবার্তো মার্টিনেজ।

বর্তমান কোচ মার্টিনেজ আগেই থেকেই বলছিলেন, রোনালদোর অভিজ্ঞতা ও উপস্থিতি দলকে বাড়তি উৎসাহ দিবে। রোনালদো ছাড়াও দলে আছেন জোয়াও কানসেলো, ব্রুনো ফের্নান্দেস, জোয়াও ফেলিক্স, দিওগো জোটা ও গঞ্চালো রামোসরা।

পর্তুগাল স্কোয়াড

গোলরক্ষক : ডিয়েগো কস্তা, হোসে সা, রুই প্যাট্রিসিও।

রক্ষণভাগ : ডিয়েগো দালোত, নেলসন সেমেডো, জোয়াও ক্যানসেলো, দানিলো পেরেইরা, রুবেন ডিয়াস, অ্যান্তোনিও সিলভা, গনকালো ইনাসিও ও টোটি গোমেজ।

মাঝমাঠ : হোয়াও পালহিনহা, রুবেন নেভেস, ব্রুনো ফের্নান্দেস, ওতাভিও, ভিতিনহা ও বের্নার্দো সিলভা।

আক্রমণভাগ : ক্রিশ্চিয়ানো রোনালদো (অধিনায়ক), রিকার্ডো হোর্তা, রাফায়েল লিয়াও, জোয়াও ফেলিক্স, পেদ্রো নেতো, গনসালো রামোস, ডিয়াগো জোতা।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss