spot_img

২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মেসিকে আবারও আটকাতে প্রস্তুত আলিসন

স্পোর্টস ডেস্ক, চ্যাম্পিয়ন্স লিগে পর পর দুই বছর মেসিকে হারানোর অভিজ্ঞতা নিয়ে কোপা আমেরিকার সেমি-ফাইনালেও আর্জেন্টিনা অধিনায়ককে আটকাতে আত্মবিশ্বাসী ব্রাজিলের গোলরক্ষক আলিসন।
বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় বেলো হরিজন্তেতে মুখোমুখি হবে লাতিন আমেরিকার ফুটবলের দুই পরাশক্তি। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ক্লাব পর্যায়ে মেসিকে হারানোর অভিজ্ঞতা তুলে ধরেন আলিসন।

২০১৭-১৮ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালে বার্সেলোনার মাঠে ৪-১ গোলে হারের পর নিজেদের মাঠে আলিসনের তখনকার দল রোমা ৩-০ ব্যবধানে জিতে অ্যাওয়ে গোলে এগিয়ে থেকে সেমি-ফাইনালে উঠেছিল।

গত মৌসুমেও চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুল গোলরক্ষক হিসেবে মেসির বার্সেলোনার বিপক্ষে জিতেছেন আলিসন। সেমি-ফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে কাম্প নউয়ে হারের পর দ্বিতীয় পর্বে অ্যানফিল্ডে ৪-০ ব্যবধানে জিতেছিল লিভারপুল। পরে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও জিতে দলটি। কাম্প নউয়ের ম্যাচে আলিসন দুইবার মেসির কাছে পরাস্ত হয়েছিলেন। তবে অ্যানফিল্ডে অক্ষত রেখেছিলেন জাল।

“ফুটবলে কোনো যুক্তি নেই। এমন ম্যাচ থাকে যেখানে একজন খেলোয়াড় পার্থক্য গড়ে দিতে পারে। যখন আমরা মেসির বিপক্ষে খেললাম, আমি সেটা দেখলাম। সে পার্থক্য গড়ে দিল। কিন্তু দ্বিতীয় ম্যাচে আমাদের দল জয়ী হলো এবং আমরা কোয়ালিফাই করলাম।”
“সব ম্যাচের একটা গল্প থাকে। রোমার হয়ে খেলা ম্যাচের একটা গল্প ছিল। লিভারপুলের হয়ে খেলা ম্যাচের অন্য একটা গল্প ছিল। সৌভাগ্যবশত দুটি গল্পই আমার পক্ষে গেছে।”
মেসিকে প্রশংসা করলেও তাকে আটকানোর প্রশ্নে সতীর্থদের একটা দল হয়ে খেলার আহ্বান জানালেন ২৬ বছর বয়সী এই গোলরক্ষক।
“দল এবং নিজের কাজের ওপর আমার আত্মবিশ্বাস আছে। বিশ্বাস আছে আমরা দারুণ একটা ম্যাচ খেলব। আমাদের সবকিছুর জন্য প্রস্তুত হতে হবে।”
“আমি দুটি দলের সঙ্গে ছিলাম, যারা (চ্যাম্পিয়ন্স লিগে) সম্মিলিতভাবে খেলেছিল। এখন আমার দুটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা আছে। কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে এরকম একটা ম্যাচে কোনো ভুলের সুযোগ নেই। সবাইকে সেরাটা দিতে হবে।”
“আমি নিজেকে একজন নায়ক হিসেবে দেখি না। যদি আমি সেভ করি এবং অন্যরা তাদের সুযোগগুলো কাজে না লাগায় তাহলে সেটা ভালো নয়। আমরা সবাই জানি ফুটবলে ম্যাচের মধ্যে বিভিন্ন পরিস্থিতি তৈরি হয়। তাই আমাদের সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে।”
শেষ আটে প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে শট রুখে দিয়েছিলেন আলিসন।

Latest Posts

spot_imgspot_img

Don't Miss