spot_img

২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

‘এটাই ব্রাজিল’

দেশের মাটিতে কোপা আমেরিকায় কখনও শিরোপাবঞ্চিত হয়নি ব্রাজিল। আয়োজক হিসেবে চারবারই তারা হয়েছে চ্যাম্পিয়ন। আরও একবার ফাইনাল নিশ্চিত করে নবম শিরোপার পথে ভালোভাবে টিকে আছে সেলেসাওরা। মঙ্গলবার আর্জেন্টিনাকে হারাতে দুই গোলেই অবদান রাখা গ্যাব্রিয়েল জেসুস দারুণ আশাবাদী।
কোপা আমেরিকায় আগের চার ম্যাচে একটিও গোল করতে পারেননি জেসুস। অথচ নেইমারের অনুপস্থিতিতে তার ওপর আস্থা ছিল সবচেয়ে বেশি। কিন্তু ঠিক সময়ে জ্বলে উঠলেন ম্যানসিটি স্ট্রাইকার। সেমিফাইনালে আর্জেন্টাইনদের জালে বল জড়িয়েছেন, ফিরমিনোকে বানিয়ে দেন দ্বিতীয় গোল।
ঘরের সমর্থকদের সামনে এমন অবদান রাখতে পেরে বাধভাঙা উচ্ছ্বাস জেসুসের মনে, ‘আমি নির্বাক। আমি প্রত্যেক ম্যাচকে গুরুত্বপূর্ণ মনে করি, এমনকি যে ম্যাচে আমি ভালো পারফর্ম করি না সেটাও। কারণ ওই ম্যাচগুলো থেকে আমি শিক্ষা নেই।’
গোল করার দৃঢ়প্রতিজ্ঞা করে মিনেইরো স্টেডিয়ামে নেমেছিলেন জেসুস। সফল তিনি, ‘আজ রাতে আমি গোল করার সিদ্ধান্ত নিয়েছিলাম, শুরু থেকে আমি খুব আত্মবিশ্বাসী ছিলাম। একটি সুযোগ নষ্ট করলেও পরে গোল করেছি। ফিরমিনো আমাকে ঠিকভাবে বুঝতে পেরেছে, এটা আমাকে আত্মবিশ্বাসী করে তুলেছে।’
মারাকানায় ফাইনালে খেলবে ব্রাজিল। চিলি কিংবা পেরুর জন্য এখন তাদের অপেক্ষা। এই ম্যাচেও আবার গোলদাতার খাতায় নাম লিখতে মরিয়া ব্রাজিলিয়ান স্ট্রাইকার। ব্রাজিলের জার্সিতে ১৭ গোল করা জেসুসের বিশ্বাস ফাইনালেও শক্তিশালী পারফর্ম করবে দল, ‘শুধু গোলের জন্য আমি খুব খুশি নই, দল যেভাবে পারফর্ম করেছে সেটাও আমাকে আনন্দ দিয়েছে। গত সপ্তাহে আমি বলেছি তারা আমাদের রক্ষণ ভাঙতে ভুগবে। আমরা অনেক খেটেছি এবং আজ (মঙ্গলবার) রাতে অনেক লড়াই করেছি। দুর্ভাগ্যবশত প্যারাগুয়ের বিপক্ষে আমরা গোল পাইনি কিন্তু এই ম্যাচে গোল পেয়েছি।’
এই ব্রাজিলে মুগ্ধ ম্যানসিটি স্ট্রাইকার, ‘যেভাবে তারা খেলেছে এবং চেষ্টা করেছে তাতে প্রত্যেকের খুশি হওয়া উচিত। এটাই ব্রাজিল। এভাবেই প্রত্যেক ম্যাচ খেলতে হবে আমাদের, একই প্রেরণা শক্তি নিয়ে। তাহলেই আমরা আমাদের লক্ষ্য অর্জন করবো।’

Latest Posts

spot_imgspot_img

Don't Miss