spot_img

১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

শ্রীলঙ্কার কাছে টাইগারদের বিরাট ব্যবধানে হার

সিলেট টেস্টের চতুর্থ দিনেই বিশাল হার চোখ রাঙাচ্ছিল বাংলাদেশকে। শ্রীলঙ্কার জয়ের অপেক্ষা বাড়িয়েছে মুমিনুল হক। বাঁহাতি এই ব্যাটার ফিফটি কেবল হারের ব্যবধান কমিয়েছে। শেষ পর্যন্ত ৩২৮ রানের বিশাল ব্যবধানে হার নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা।

তৃতীয় দিনে লঙ্কান অধিনায়ক ধানাঞ্জায়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের ব্যাক টু ব্যাক সেঞ্চুরিতে বাংলাদেশকে ৫১১ রানের বিশাল টার্গেট দেয় শ্রীলঙ্কা। পাহাড় সমান টার্গেটে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৪৭ রান সংগ্রহ করে তৃতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ।

মুমিনুল হক ২৯ বলে ৭ ও তাইজুল ইসলাম ১৪ বলে ৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে। চতুর্থ দিনের শুরুতেই তাইজুলের উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৫১ রানে ১৫ বলে ৬ রান করে আউট হন তাইজুল।

এরপর ক্রিজে আসা মেহেদি হাসান মিরাজকে সঙ্গে নিয়ে রানে ৬৬ রানের জুটি গড়েন মুমিনুল। তবে দলীয় ১১৭ রানে ৫০ বলে ৩৩ রানে সাজঘরে ফিরে যান মিরাজ।

এরপর শরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন মুমিনুল। সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন এই বাঁহাতি ব্যাটার। শরিফুলকে সঙ্গে নিয়ে ৪৭ রানের জুটি গড়েন মুমিনুল।

তবে এরপর দ্রুতই জোড়া উইকেট হারায় বাংলাদেশ। শরিফুল ৪২ বলে ১২ ও খালেদ আহমেদ রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান। শেষ ব্যাটার হিসেবে নাহিদ রানা আউট হলে ৪৯ ওভার ২ বলে ১৮২ রানে অলআউট হয় বাংলাদেশ। ১৪৮ বলে ৮৭ রানে অপরাজিত থাকেন মুমিনুল। শ্রীলঙ্কার পক্ষে কাসুন রাজিথা নেন ৫টি উইকেট।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss