spot_img

৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ক্রীড়া প্রতিবেদক

সর্বশেষ

আজ রাত ১ টায় সিটি-রিয়াল দ্বৈরথ

চ্যাম্পিয়ন্স লিগে বড় দ্বৈরথের নাম রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি। প্রথম লেগেও তার প্রমাণ দল দুটি দিয়েছে। একের পর এক গোল হলেও শেষ পর্যন্ত ৩-৩ গোলের সমতা দেখেছিল সান্তিয়াগো বার্নাব্যু। আজ ফিরতে লেগের ম্যাচে মাঠে নামছে এই দু’দল। যেখানে জয়ী দল চলে যাবে শেষ চারে। ফলে পা ফসকালেই বিপদ ঘনিয়ে আসবে মুহূর্তের মধ্যে।

বাংলাদেশ সময় রাত ১টায় ইংল্যান্ডের ইত্তিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ।

কোচ পেপ গার্দিওলা বার্তা দিয়েছেন, ‘আমরা যে ধরনের খেলায় অভ্যস্ত, যেভাবে খেলে অভ্যস্ত, সেভাবেই পরিকল্পনা রেখেছি। আমাদের সমর্থকদের কারণে আমরা আরও বেশি অনুপ্রেরণা পাব, নিজেদের নিরাপদ ভাবব এবং রক্ষা করার কৌশলও খুঁজে নেব। আমরা জানি, আমরা মোমেন্টাম নিয়ন্ত্রণ করতে পারব।’
এ দিকে হেরে যাওয়া নিয়েও ভেবেছেন এই স্প্যানিশ কোচ। লস ব্ল্যাঙ্কোসদের নিয়ে তিনি বলেছেন, ‘আমরা যদি এই ম্যাচে হারি তাহলে সব হারিয়ে ফেলব। তবুও করমোর্দন করব, রিয়াল মাদ্রিদ তার প্রাপ্য। যদিও আমি চাইছি, নিজেদের সেরাটা বের করে সেমিফাইনালে জায়গা করে নিতে।’

দ্বিতীয় লেগ নিয়ে গার্দিওলা বলেছেন, ‘বার্নাব্যুতে যা হয়েছে তার থেকে আলাদা কিছু করতে হবে। সেই ম্যাচে ফল ভালো ছিল। কিন্তু এখানে (দ্বিতীয় লেগে) আমাদের আরেকটু উন্নতি করতে হবে। আমরা সবশেষ অনুশীলনে সেই বিষয়ে কথা বলেছি। আমাদের চাপটা বোঝা উচিত। আমরা হারতে চাই না। প্রতিযোগিতা করার জন্য আমরা মুখিয়ে আছি। আমাদের মানুষজন আমাদের অনেক বেশি সহায়তা করবে। তবে ৯০ মিনিটিই ভালো যাবে না, কখনো কখনো ভুগতে হবে। নিজেদের উপলব্ধি করতে হবে। আমি ভালো করার অনুভূতি এখনই টের পাচ্ছি। এর ব্যত্যয় হলে রিয়াল মাদ্রিদের মতো দলকে পরাস্ত করা সম্ভব নয়।’

প্রতিপক্ষের কোচ কার্লো আনচেলত্তির প্রসঙ্গ টেনে সিটি বস বলেছেন, ‘রিয়াল আমাদের ভালো করে চেনে, আমরাও তাদের চিনি। গত ম্যাচে কার্লোস আমাদের কিছু চমক দেখিয়েছিল। তাতে আমাদের মানসিকতা ঠিক রাখতে হবে।’ অতিথি হয়ে নামার আগে আনচেলত্তি বলেছেন, ‘আগের ম্যাচে আমরা ভালো খেলেছি। দ্বিতীয় ম্যাচের আগে সকলেই ঠিক আছে। রদ্রিগো একটু সমস্যায় পড়লেও আমরা জয়ের জন্য প্রস্তুত।’

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss