spot_img

৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনায় রিয়ালের সাবেক প্রেসিডেন্টের মৃত্যু

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে হেরে গেলেন লরেন্সো সান্স। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা গেছেন রিয়াল মাদ্রিদের সাবেক এই প্রেসিডেন্ট।
এক টুইটার পোস্টে ৭৬ বছর বয়সী সান্সের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছেলে লরেন্সো সান্স দুরান।
১৯৯৫ থেকে ২০০০ পর্যন্ত মাদ্রিদের দলটির প্রেসিডেন্ট ছিলেন সান্স। এসময় দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জেতে বের্নাবেউয়ের দলটি।
আরো পড়ুন: পাওলো মালদিনি ও তার ছেলে দানিয়েল করোনায় আক্রান্ত
ব্রাজিলের লেফট-ব্যাক রবের্তো কার্লোস, ডাচ মিডফিল্ডার ক্লেরেন্স সিডর্ফ ও ক্রেয়োশিয়ার স্ট্রাইকার ডেভর সুকেরের মত তারকাদের দলে ভিড়িয়েছিলেন সান্স।
২০০০ সালের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ফ্লোরেন্তিনো পেরেসের কাছে হেরে যান সান্স।
সান্সের ছেলে দুরান ১৯৯৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত রিয়ালের হয়ে খেলেছেন।
চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss