গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুল ফরোয়ার্ড দিয়োগো জটা। স্প্যানিশ সংবাদমাধ্য়ম মার্কা এমন খবর জানিয়েছে।
২৮ বছরের পর্তুগিজ তারকা তাঁর ভাই আন্দ্রের সঙ্গে গাড়িতে ছিলেন। দুর্ঘটনায় মারা যান দু’জনেই। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ছিটকে পড়ে। দুর্ঘটনার জেরে আন্দ্রে ও জটার গাড়িতে আগুন ধরে যায়।
মাত্র ২ সপ্তাহ হয়েছিল জটা বিয়ে করেছিলেন তাঁর ছেলেবেলার প্রেমিকা রুট কার্ডোসোকে। বিয়ের পরই এক সাক্ষাৎকারে নিজেকে বিশ্বের সব থেকে সৌভাগ্যবান বলে উল্লেখ করেছিলেন। কার্ডোসো ও জটার সংসারে তিন সন্তান। পর্তুগিজ ফুটবল ফেডারেশনের প্রধান জটার প্রয়াণের খবর নিশ্চিত করেছেন। এক মর্মান্তিক দুর্ঘটনায় অকালেই থেমে গেল এক ফুটবল তারকার জীবন।
পর্তুগালের জার্সিতে ৪৯টি ম্যাচে অংশ নেন জটা। ২০১৯ সালে অভিষেক হয়েছিল তাঁর। নেশনস লিগ চ্যাম্পিয়ন হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। সেই বিজয়ী দলের সদস্য ছিলেন জটা।
চস/স